Home অপরাধ দারুসসালামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা
Oktober ১৬, ২০২৩

দারুসসালামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা

রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার শাহ আলমের বাবা মো. সৈয়দ আলী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন ইসলাম (৫০), শান্ত (২৫), শেখ সুমন (২৭), লিমন (৩৬), শাওন (২৪), আফজাল হোসেন (৩২), এনামুল করিম (৩৫), আফজাল (৩২), শরিফুল ইসলাম (২৬), জাহাঙ্গীর শেখ (৪২), রাসেল (৩৫), দীপংকর (৩৬), মো. রাজু (২৬) ও ইমরান হোসেন (২৮)।

শনিবার রাত ১০টার দিকে দারুসসালামে ছুরিকাঘাতের শিকার হন শাহ আলম। রাত ১২টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহ আলম দারুসসালাম থানার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

মামলার বাদী সৈয়দ আলী বলেন, ‘আসামিরা পরিকল্পিতভাবে আমার ছেলের ওপর হামলা করে। তাদের মধ্যে ইসলাম, শান্ত, শেখ সুমন, লিমন, শাওন ও আফজাল হোসেন ধারালো অস্ত্র নিয়ে শাহ আলমের ওপর হামলা চালায়।’

মামলার তদন্ত কর্মকর্তা ও দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) আজগর ফরাজী প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা আত্মগোপনে আছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *