রাজশাহীতে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী মহাসড়কের গোল চত্বরে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৫) কে ২শ’ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শহিদুল উপজেলার চর বয়ারমারী গ্রামের মৃত ইলিয়াস আলী মন্ডলের ছেলে। গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের কাছে স্বীকার করে শহিদুল সে, দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।