বিশ্বকাপের টিকিট দিতে পারবেন না কোহলি
বাকি চেয়ে লজ্জা দেবেন না, দোকানে এমন কিছু দেখেছেন নিশ্চয়ই? এই লেখা থাকলে আপনি কী করেন? নিশ্চয়ই বাকিটাকি আর চান না। সময়ের সেরা তারকা বিরাট কোহলিও ঠিক এমন কিছু লিখেই সবাইকে সতর্ক করে দিলেন। না, নিশ্চয়ই তিনি কোনো দোকান নিয়ে বসেননি। তাহলে কোহলি কেন এমন কিছু বললেন?
মূলত বিশ্বকাপ শুরুর আগে টিকিট চাওয়া বন্ধুবান্ধবকে একটু সতর্কবার্তা দিয়ে রেখেছেন এই ক্রিকেটার। ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি যা বলেছেন, তার মর্মার্থ করলে দাঁড়ায়—টিকিট চেয়ে লজ্জা দেবেন না। এর আগে কোহলির সতীর্থ লোকেশ রাহুলও একই বার্তা দিয়েছিলেন।
আমার দেখা বিশ্বকাপ
আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, এক যুগ পর যে আসর বসছে ভারতের মাটিতে। এবারের বিশ্বকাপে টপ ফেবারিট ভারত। শক্তি, সামর্থ্য আর পরিচিত কন্ডিশন—সব মিলিয়ে ভারতকে ফাইনালে দেখছেন অনেকেই। এমন শক্তিশালী ভারতকে টিভির পর্দায় না দেখে গ্যালারি থেকে দেখতে চান বেশির ভাগ সমর্থক।
কিন্তু ১৪০ কোটি মানুষের দেশে বিশ্বকাপে ভারত ম্যাচের টিকিট পাওয়া তো সহজ কম্ম নয়। তাই আরাধ্য টিকিট পেতে ক্রিকেটারদের পরিবার, বন্ধুবান্ধবের অনেকেই ক্রিকেটারদের সাহায্য নেন। তবে এই মুহূর্তে এই সব ঝামেলা পোহাতে চাইছেন না কোহলি।
সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ‘যেহেতু বিশ্বকাপের দিকে এগোচ্ছি, আমার সব বন্ধুদের আমি জানিয়ে রাখতে চাই, আমাকে পুরো টুর্নামেন্টে টিকিটের জন্য কেউ অনুরোধ করবেন না। বাসা থেকে উপভোগ করুণ (হাসির ইমোজি)।’
বিশ্বকাপ দল ছেড়ে হঠাৎ কেন কোহলি মুম্বাইয়ে গেলেন
কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা কোহলির পোস্ট নিজের আইডিতে শেয়ার করে আরও কিছু তথ্য যোগ করে দিয়েছেন, ‘আমি একটু যোগ করি। যদি কোহলিকে আপনার দেওয়া মেসেজের উত্তর না পান, আমাকে সাহায্য করতে অনুরোধ করবেন না। বুঝতে পারার জন্য ধন্যবাদ।’
এর আগে টিকিটের জন্য রাহুলের কাছে মেসেজ দিলে তিনি উত্তরই দেবেন না বলে জানান, ‘কেউ যদি আমাকে ম্যাচের টিকিটের জন্য মেসেজ করেন, আমি উত্তর দিব না। রূঢ়ভাবে বলছি না। আমি মূলত এসব থেকে দূরে থাকতে চাইছি, ক্রিকেটে মনোযোগ দিতে চাইছি। দয়া করে আমাকে কেউ টিকিটের জন্য মেসেজ দেবেন না। পরিবার ও বন্ধুবান্ধব—সবার উদ্দেশেই আমি এ কথা বলছি।’