Home সারাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত এস এম তারেক সুলতান      
Oktober ২, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত এস এম তারেক সুলতান      

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:    প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ জেলা পর্যায়ে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলার ইউ,এন,ও, এস এম তারেক সুলতান।                                                                                  তিনি একজন মেধাবী, চৌকস ও সৃজনশীল কর্মকান্ডে ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার কারনে জেলায় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।বুধবার (২৭ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন  ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ-আলম স্বাক্ষরিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
এস এস তারেক সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করে  পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লমা ইন ডিসাস্টার এন্ড ভালনারাবিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বৃত্তি নিয়ে মাস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন । এছাড়া তিনি জাতিসংঘের হাই লেভেল মিটিং, ওয়ার্ল্ড লিডার্স ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন।

এস এম তারেক সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের  পড়াশোনা শেষ করে ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।  ২০২৩ সালের ১ জানুয়ারি   মোরেলগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

মাত্র কয়েক মাসের ব্যবধানে মোরেলগঞ্জ  উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন সরকারের মাঠ প্রশাসনের  এই কর্মকর্তা। অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা।  প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। জনপ্রতিনিধিদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা।  তিনি অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

উপজেলার  প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার, মা সমাবেশ, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয় চত্বরে বাগান বিলাস বৃক্ষ রোপণ, আশ্রয়ণ প্রকল্পের শতভাগ শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের জ্ঞান আহরণের, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী শেণিকক্ষ নির্মাণ, জন্ম নিবন্ধনসহ প্রাথমিক শিক্ষা ও শিক্ষার্থী সহায়ক নানা কার্যক্রম চালিয়ে আসছেন ইউএনও তারেক সুলতান।

বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় এস এম তারেক সুলতান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। এ ক্ষেত্রে আমি রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আমার এই অর্জন মোরেলগঞ্জ উপজেলাবাসীর কৃতিত্ব। যে কোন ভালো কাজের স্বীকৃতি সেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। সকলের সহযোগিতায় আমি এই উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *