অবৈধভাবে পাচারকালে ৭টি বিভিন্ন প্রকার ফার্নিচার জব্দ করেছে বিজিবি। আজ শনিবার সকালে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের কয়লারমূখ চেক পোষ্টে এসব ফার্নিচার জব্দ করা হয়।
জানা যায়, সকাল ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমূখ চেক পোষ্টে কর্মরত হাবিলদার মোঃ সাহেবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট, পাকা রাস্তার উপর হতে ১টি বক্স খাট, ৩টি সোফা এবং ৩ টি টেবিল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবির পক্ষ হতে জানানো হয়েছে, জব্দকৃত ফার্নিচার বনবিটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে