Home বিনোদন শাকিবের বড় পুত্রকে জন্মদিনে শুভেচ্ছা জানালো ছোট পুত্র
সেপ্টেম্বর ২৭, ২০২৩

শাকিবের বড় পুত্রকে জন্মদিনে শুভেচ্ছা জানালো ছোট পুত্র

ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সন্তান আব্রাম খান জয় এবং শেহজাদ খান বীর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। শাকিব ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। শোবিজের অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আর এ উপলক্ষে বড় ভাইকে ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শাকিব ও শবনম বুবলীর ছেলে ছোট্ট বীর।

এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকের রিলে এই ভিডিও বার্তাটি শেয়ার করেছেন বীরের মা চিত্রনায়িকা বুবলী। রিলের ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ভিডিও তে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছেন বীর।

বুবলী -বীর এবং অপু-জয়

বর্তমানে দাম্পত্য জীবনের টানাপোড়েনে আলাদা থাকছেন শাকিব-বুবলী। বর্তমানে ছোট্ট বীর ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বুবলী। তবে শাকিবের দুই ছেলে দুই মায়ের কাছে থাকলেও নিয়মিত সন্তানদের সময় দিতে দেখা যায় এই নায়ককে।

কয়েকদিন আগেই ছেলে বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন বুবলী। ছেলের স্কুলের প্রথম দিনে সঙ্গে ছিলেন শাকিবও। সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন এই নায়িকা।

অন্যদিকে অপুও জয় এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। কাজের পাশাপাশি নিয়মিত সময় দেন ছেলেকে। স্কুলে নেওয়া থেকে শুরু করে জয়ের যাবতীয় দায়িত্ব তিনিই পালন করেন।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন প্রকাশ্যে। বীর শাকিব-বুবলীর সন্তান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *