ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
অন্যদিকে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।