Home অপরাধ তারাকান্দায় গাঁজা গাছসহ যুবক আটক
সেপ্টেম্বর ১৮, ২০২৩

তারাকান্দায় গাঁজা গাছসহ যুবক আটক

হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় গাঁজার গাছসহ মোঃ আবুল বাসার নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার বিকেলে তারাকান্দা উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।সে ঐই গ্রামের আলতাব হোসেনের ছেলে।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” ইউনিটের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আবুল বাসার কে আটক করে এসময় আটককৃতর বাড়ি একটি কাচা গাঁজার গাছ উদ্ধার করে।

ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান গাঁজার গাছসহ আটককৃতর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *