Home বিনোদন ‘জাওয়ান ২’ আনার ঘোষণা দিলেন অ্যাটলি
সেপ্টেম্বর ১৭, ২০২৩

‘জাওয়ান ২’ আনার ঘোষণা দিলেন অ্যাটলি

‘জাওয়ান’র রমরমা অবস্থার মধ্যেই নির্মাতা অ্যাটলি নিশ্চিত করলেন, তিনি ছবিটির সিক্যুয়েল বানাবেন। শুধু তাই নয়, বলিউড বাদশাহ শাহরুখ খান ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়েও একটি সিনেমা নির্মাণের প্ল্যান করছেন তিনি।

তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এ পর্যন্ত পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন। প্রতিটি সিনেমাই বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। পঞ্চম সিনেমা হিসেবে বর্তমানে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে ‘জাওয়ান’। যেটা গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এবং ইতোমধ্যে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি কালেকশন করে ফেলেছে।

‘জাওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয়, নায়কের নতুন মিশন সুইস ব্যাংকে। সেই সূত্র ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, এর দ্বিতীয় কিস্তি আসবে। এবার নির্মাতা অ্যাটলি নিজেই বিষয়টি নিশ্চিত করলেন। তিনি বললেন, “আমার প্রতিটি ছবির শেষেই একটা ইঙ্গিত থাকে। কিন্তু আমি কখনও সিক্যুয়েল বানানোর কথা ভাবিনি। তবে ‘জাওয়ান’র ক্ষেত্রে যদি শক্তিশালী গল্প পাই, আমি দ্বিতীয় পর্ব বানাবো। এজন্য ওপেন এন্ডিং রেখেছি ছবিতে। এখন কিংবা পরে, অবশ্যই এক দিন ‘জাওয়ান’র সিক্যুয়েল নিয়ে আসবো।”

অ্যাটলি জানালেন, ‘জাওয়ান’ ছবির বিক্রম রাথোর চরিত্রটিকে ঘিরে ‘জাওয়ান ২’ বানানোর ইচ্ছে রয়েছে তার। যেটাকে ফিল্মি ভাষায় বলা হয় স্পিন-অফ।

জোর গুঞ্জন ছিল, ‘জাওয়ান’ সিনেমায় থালাপতি বিজয়ের ক্যামিও থাকবে। তবে সেটা সত্য হয়নি। এ বিষয়ে নির্মাতা অ্যাটলি কুমার বললেন, ‘বিজয় স্যারকে ক্যামিওর জন্য বলিনি, তার একটি কারণ আছে। শাহরুখ স্যার ও বিজয় স্যারের জন্য আমি কিছু একটা লিখবো; তারা দুজন আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেন। কোনও এক দিন আমি এমন স্ক্রিপ্ট তৈরি করবো, যেখানে তারা দুজনই একসঙ্গে কাজ করবেন।’

প্রসঙ্গত, অ্যাটলি নির্মিত ‘থেরি’, ‘মেরসাল’ ও ‘বিগিল’ সিনেমায় অভিনয় করেছেন থালাপতি বিজয়। তিনটি সিনেমাই দর্শকনন্দিত হয়েছিল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *