Home স্বাস্থ্য সংবাদ মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ
সেপ্টেম্বর ১৬, ২০২৩

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যেগে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের  আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্প এলাকায় গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় দায়িত্বে থাকার সময় দেখেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারনে অনেক হত-দরিদ্র মানুষ সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক কারণে আমরা তাদের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আগামীতেও এধারা অব্যাহত থাকবে।

এসময় মেডিকেল এসিস্ট্যান্ট  কর্পোরাল মো. এম এ শামিম সহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানান স্থানীয়রা। মাটিরাঙ্গা জোন কর্তৃক এ ধরনের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আবেগ আপ্লূত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *