Home সারাদেশ কয়রায় ইমামকে  জীবন নাশের  হুমকি  থানায় অভিযোগ।
সেপ্টেম্বর ১৪, ২০২৩

কয়রায় ইমামকে  জীবন নাশের  হুমকি  থানায় অভিযোগ।

মোঃ বায়জিদ হোসেন : কয়রা খুলনা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলায় মহারাজপুরে কামরুল ইসলাম ও নজরুল ইসলাম গাজীর বিরুদ্ধে জীবন নাশের হুমকির  অভিযোগ উঠেছে।
গত ইং ১৩/০৯/২০২৩ তারিখে কয়রা থানায় ভুক্তভোগী মাসুদুল হক একটি সাধারণ ডায়রী করেন।
অভিযোগ ও বাদী সুত্রে জানা যায়, গত ইংরেজি ১৩/০৯/২০২৩ ইং তারিখে বাদী মহারাজপুর মধ্যবিল আহলে হাদিস জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করিয়া আসিতেছে। সে সুত্রে কামরুল ইসলাম, পিতা মৃত জফর গাজী ও নজরুল ইসলাম গাজী, পিতা মৃত জফর গাজী আমার অত্র মসজিদের কমিটির বিষয় নিয়া পরিচিত। তাহাদের সহিত অত্র মসজিদের কমিটির বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিভিন্ন সময় তাহারা আমার ক্ষতি সাধন ও বিপদ গ্রস্থ করিবার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। গত ইং ১৩/০৯/২০২৩ তারিখে পূর্ব শত্রুতার জের ধরিয়া সকাল অনুঃ ৯/৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিগণ  আমার অত্র মসজিদের ইমাম কক্ষে আসিয়া আমাকে অকথ্য  ভাষায় গালিগালাজ করিতে থাকে ও ভয়ভীতি দেখাইতে থাকে।আমি প্রতিবাদ করিলে আমাকে মারপিট করিতে উদ্যত হয়।এছাড়া আমার ও আমার পরিবারবর্গদের যে কোন সময় বিভিন্ন ভাবে ক্ষতিসাধন ও বিপদ গ্রস্থ করিবে বলিয়া এবং মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে বলিয়া হুমকি দিয়াছে।
এ ব্যাপারে উপস্থিত মসজিদ কমিটির সভাপতি স্বাক্ষী মোঃ আফছার উদ্দিন ও সাধারণ মুসল্লি শাহিনূরে সাথে মুঠোফোনে কথা হলে তারা জানান, ঘটনা সত্যি মসজিদের ইমাম মাসুদুল হক কে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মারপিট করিবার জন্য উদ্বত হয়।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুল ইসলামের সাথে  মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনা সত্য নয় মর্মে ঘটনা অস্বীকার করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *