Home বিনোদন ছয় দিনে বিশ্বব্যাপী ‘জাওয়ান’র আয় ৭৫০ কোটির বেশি
সেপ্টেম্বর ১৩, ২০২৩

ছয় দিনে বিশ্বব্যাপী ‘জাওয়ান’র আয় ৭৫০ কোটির বেশি

ক্যারিয়ারে নতুন মোড় আনতে অনেক গুলো বছর সময় লাগলেও বলিউড বাদশার জায়গাটা বেশ সফলতার সঙ্গেই ধরে রেখেছেন শাহরুখ খান। চলতি বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে। তার ৯ মাস পর ফের ‘জাওয়ান’ নিয়ে ফিরলেন শাহরুখ। মুক্তির ষষ্ঠ দিন (১২ সেপ্টেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৫৭৪ কোটি রুপি (বাংলাদেশী টাকায় প্রায় ৭৫৬ কোটি টাকা)।

জানা গেছে, মুক্তির মাত্র ষষ্ঠ দিনে সিনেমাটির হিন্দি ভার্সনের আয় দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি পেরিয়েছে, যা নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখের ‘পাঠান’-এর দখলে, মুক্তির সপ্তম দিনে ৩০০ কোটি রুপির ঘর ছুঁয়েছিল সিনেমাটির হিন্দি ভার্সন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শুধুমাত্র ভারতে সব ভাষায় ‘জাওয়ান’ আয় করেছে প্রায় ২৯ কোটি রুপি। সব মিলিয়ে গতকাল মঙ্গলবার মুক্তির ষষ্ঠ দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি পেরিয়েছে।

মুক্তির প্রথম দিন থেকেই ‘জাওয়ান’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির প্রথম দিনে ভারতে ‘জাওয়ান’ আয় করে ৭৫ কোটি রুপি, যা বলিউড সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। এর মধ্যে হিন্দি ভার্সনে ৬৫.৫ কোটি রুপি, তামিলে ৫.৫ কোটি রুপি আর তেলুগুতে ৪ কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিন, অর্থাৎ গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সিনেমাটি আয় করে ৫৩.২৩ কোটি রুপি। এরপর শনিবার (৯ সেপ্টেম্বর) ৭৭.৮৩ কোটি রুপি।

রবিবারে (১০ সেপ্টেম্বর) এসে সিনেমাটি ভারতে আয় করে ৮০.১ কোটি রুপি, যা মুক্তির পর ভারতীয় সিনেমার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়। সোমবার (১১ সেপ্টেম্বর) সিনেমাটি আয় করে ৩০ কোটি রুপি এবং সর্বশেষ গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ‘জাওয়ান’ ঘরে তুলল প্রায় ২৯ কোটি রুপি।

চলতি বছরে মুক্তি পাওয়া মাত্র দুটি বলিউড সিনেমা এর আগে পার করতে পেরেছে ৩০০ কোটির ঘর, যার মধ্যে সবার আগে রয়েছে শাহরুখের ‘পাঠান’, তারপর সানি দেওলের ‘গাদার ২’।

 

দক্ষিণের নির্মাতা অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *