Home রাজনীতি জবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি জেরিন, সম্পাদক ইয়াছিন 
সেপ্টেম্বর ১২, ২০২৩

জবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি জেরিন, সম্পাদক ইয়াছিন 

তৌকির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৩-২৪ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রামিছা বিলকিছ জেরিন ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইয়াছিন ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার ( ১১ সেপ্টেম্বর ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহাদী হাসান মজুমদার  ও সাধারণ সম্পাদক  এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *