Home বিশ্ব গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প
সেপ্টেম্বর ১১, ২০২৩

গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প

বিশ্বের বিভিন্ন প্রান্তে গত পঁচিশ বছরে অনেকগুলো ভয়াবহ ভূমিকম্প আঘাত হানেছে। এতে অনেক মানুষের প্রাণহানির পাশাপাশি সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সবশেষ আফ্রিকার মরক্কোয় ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি নিহতের খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ হতে পারে মৃত্যুর মিছিল। গত দুই দশকে ভূমিকম্পে সবচেয়ে বেশ প্রাণহানি ও ভয়াবহতার কয়েকটা ঘটনা তুলে ধরা হলো:  সেপ্টেম্বর ২০২৩, মরক্কো:  ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে ২ হাজারের বেশি মানুষের। আহত অন্তত দেড় হাজার।

৬ ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক-সিরিয়া: ওই দিন ভোরে দেশটির ইতিহাসে স্মরণকালের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৫০ হাজারের মতো মানুষ প্রাণ হারান।

২৫ এপ্রিল ২০১৫, নেপাল:  ৭ দশমিক ৮ মাত্রার কম্পনে বহু বাড়ি-ঘর শেষ হয়ে যায় মুহূর্তে। ওই ঘটনায় ৮ হাজার ৮০০ মানুষ নিহত হন।

১১ মার্চ ২০১১, জাপান: দেশটির উত্তর-পূর্বে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলে সুনামি দেখা দেয়। প্রাণ হারান ১৮ হাজার ৪০০ মানুষ।

২ জানুয়ারি ২০১০: হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে মারা যান লক্ষাধিক মানুষ। ধারণা করা হয়েছিল,  তিন লাখ ছাড়বে।

১২ মে ২০০৮:  চীনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮৭ হাজার ৫০০ মানুষ।

২৬ ডিসেম্বর ২০০৪: ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। সৃষ্ট সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এর দুই বছর পর ২০০৬ সালের ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আরও ৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন।

৮ অক্টোবর ২০০৫: কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার কম্পনে মৃত্যু হয় কমপক্ষে ৮০ হাজার। ২৬ ডিসেম্বর ২০০৩: মধ্যপ্রাচ্যের ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়। ২০০১ সালের ২৬ জানুয়ারি ভারতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *