বাইডেনের সেলফি দেখে বিএনপির ঘুম হারাম: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে।’
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য সন্ত্রাস আর ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নতুন একটা খবর আছে, জি-২০ সম্মেলন হচ্ছে দিল্লীতে। বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, সেখান থেকে নিষেধাজ্ঞা দিবে এ আশায় ছিলো বিএনপি। কিন্তু কী দেখা গেল ? জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জো বাইডেন নিজেই সেলফি তুলেছেন। এদেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিল্লীতে বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সাথে পুতুলও ছিলেন। বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাৎযাত্রা। কেবলই পিছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে।’