Home অপরাধ অবৈধ অস্ত্র উপজাতি সন্ত্রাসী আটক 
সেপ্টেম্বর ৬, ২০২৩

অবৈধ অস্ত্র উপজাতি সন্ত্রাসী আটক 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে বিদেশী পিস্তলসহ এক উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল (৩ সেপ্টেম্বর) রবিবার দুপুর আড়াইটা দিকে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের দক্ষিণ হেডম্যান পাড়া ব্রীক ফিল্ড নামক স্থানের যাত্রী ছাউনির পাশের অনিমেষ এর চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তি জেলার সদর উপজেলার হরিনাথ পাড়ার ব্রজ কুমার দেওয়ান এর ছেলে অমর জ্যোতি দেওয়ান বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পেরাছড়া ইউনিয়নের দক্ষিণ হেডম্যান পাড়া ব্রীক ফিল্ড নামক স্থানের যাত্রী ছাউনির পাশে অনিমেষ এর চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর একজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি তানভীর হাসানের নির্দেশনায় এসআই (নিঃ) সুমন দে সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে তাকে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় তার কাছ থেকে লোহার তৈরী ট্রিগারযুক্ত ৭.৬৫ এমএম ১টি বিদেশী পিস্তল (যার স্লাইডের এক পাশে ইংরেজিতে খোদাইকৃত LiJi MADE IN ITALY লেখা আছে), খালি ম্যাগাজিন ১ (এক) টি, ৭ রাউন্ড গুলি, ১টি KF 7.65 পারকিউশন ক্যাপ, চাঁদা আদায়ের ব্যবহৃত ১টি ওয়ালটন মোবাইল ও ১ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে থানার মামলা নং-০১, ০৩/০৯/২০২৩ইং, ধারা-19A/19(f) The Arms Act, 1878 মূলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *