Home অপরাধ রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ঔষধ জব্দ
সেপ্টেম্বর ১, ২০২৩

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ঔষধ জব্দ

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা হতে ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ঔষধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ঠান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ঔষধ ১২৫২ পিস জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়।
আটককৃত ভারতীয় মদ পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *