Home সারাদেশ রামগড়ে বিজিবি-বিএসএফ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Ogos ২৯, ২০২৩

রামগড়ে বিজিবি-বিএসএফ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ এর নোডাল অফিসার পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ আগষ্ট) বিকেলে খাগড়াছড়ির রামগড় পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবির পক্ষে চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়নের পরিচালক অপারেশন (নোডাল অফিসার) লেঃ কর্নেল এসএম শফিকুর রহমান ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় গুইমারা সেক্টরের প্রতিনিধি, রামগড়স্থ ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুমসহ বিভিন্ন ব্যাটালিয়ন অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিএসএফের ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফ্রন্টিয়ার মিজোরাম এন্ড কাচার (নোডাল অফিসার) অশোক কুমার।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর বিজিবির চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রিজিয়ন কমান্ডার ও আইজি বিএসএফ পর্যায়ে সীমান্ত সম্মেলনকে কেন্ত্র করে আজ পূর্ব প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়।

এর আগে, বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবির পদস্থ কর্মকর্তারা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *