Home সারাদেশ রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন
Ogos ২২, ২০২৩

রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুকেন্দ্রাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল প্রতিক্ষিত দ্বি-তল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ আগষ্ট) সকালে উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ ও উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের দ্বি-তল ভবন  নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথিরা বলেন, শিক্ষাবান্ধব সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা শিক্ষা ব্যবস্থারও অমূল পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে সব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইডওয়াল ও আধুনিক দ্বি-তল ভবন নির্মান করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য শতভাগ শিক্ষার পরিবেশ তৈরী করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর বাদশা মিয়া বলেন,প্রায় ৬৬ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক দ্বি-তল ভবনটি নির্মান করা হবে। বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৭ জন শিক্ষার্থী নিয়মিত পাঠ কার্যক্রমে অংশ নিচ্ছে।তিনি আরো জানান,ভবন নির্মাণের কথা শুনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ খুশি।তবে বিদ্যালয়ের সুরক্ষার কথা চিন্তা করে বিদ্যালয়ের চারোদিকে সাইডওয়াল নির্মাণের দাবি জানান তিনি।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বাদশা মিয়া, প্রধান শিক্ষক রোশনারা বেগম  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক ফয়েছ আহমদ মিলন মিলন সহ শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *