তারাকান্দায় ব্রিজে ঢালাই খসে পড়ে গর্তের সৃষ্টি,যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা
হুমায়ুন কবির,ময়মনসিংহ,
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাকা সড়কে ব্রিজের ঢালাই খসে পড়ে ও রিলিং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজের। যে কোন সময় ঘটতে পাড়ে দূর্ঘটনা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা হইতে মৌলভীবাজার সড়কের মধুপুর,মাসকান্দা – গোহালকান্দি মোড়ে খালের উপর নির্মিত পুরাতন ব্রিজের ঢালাইয়ের সিমেন্ট খসে পড়ে আনেক বড় গর্তে সৃষ্ট হয়ে রড বের হয়ে গেছে। এ ছাড়া রেলিংয়ের ঢালাই খসে তৈরী গর্ত হয়ে গেছে যা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যে কোন সময় রড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। উক্ত সড়কে মাছ বোঝাই মিনি ট্রাক, লড়ি, সিএনজি,অটো রিক্সা যাতায়ত করে থাকে। এ ঝুকিঁপূর্ণ ব্রিজে স্থানীয়রা সংকেত হিসেবে গাছের ডাল পাত দিয়ে রেখেছে। স্থানীয় জনপ্রতিনিধি বা তারাকান্দা এলজিইডি কতৃপক্ষের নজরে পড়েনি এ ঝুকিপূর্ণ ব্রিজ।