রামগড়ে কোটি টাকার মোবাইল জব্দ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার বিদেশি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির ৪৩-এর টহল দলের সদস্যরা। শনিবার (২৯ জুলাই) বিকেলে ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপি এলাকার খেদা ব্রিজ নামক স্থান থেকে এসব মোবাইল জব্দ করা হয়।
রবিবার (৩০ জুলাই) জোন সদরে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা, কাঁসিবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রিজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পাতেন। পরে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসময় টহল দল ঘটনাস্থলে তল্লাশি করে ৩২০টি ভারতের তৈরি মোবাইল জব্দ করে। জব্দকৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা জানানো হয়েছে। জব্দকৃত এসব মোবাইল সীতাকুণ্ড কাস্টমস্ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্য অত্র ব্যাটালিয়নের অভিযানে বৃহৎ এই চোরাচালানটি জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।