কর্মসূচিতে বাধা, বিএনপি-পুলিশের সংঘর্ষে থমথমে রাজধানী
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি চলছে বিএনপির। অনুমতি না থাকায় জনসমাগম ও কর্মসূচি পরিচালনায় বাধা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এতে করে রাজধানীর প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপির নেতাকর্মীদের। এতে অনেকে আহত হয়েছেন। পাশাপাশি মাতুয়াইলে বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখন রাজধানীজুড়ে যান চলাচল করছে খুবই কম।
গাবতলী সুরুজ মিয়া সাথে কথা হলে তিনি জানান, রাস্তায় সেইভাবে গাড়ি নেই। অনেক আতঙ্কে আছি। মারামারি হচ্ছে মোড়ে মোড়ে। কখন কী হয় বলা যায় না। সবধানে থাকতে হবে।
ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। এছাড়া অর্ধশতাধিক নেতাকর্মী আটক হয়েছেন বলে জানা গেছে।
উত্তরায় পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে। উত্তরায় বিএনএস সেন্টার এলাকা থেকে বিএনপি-কর্মী সন্দেহে মো: আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।
ধোলাইখালে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আটক হয়েছে।
রাজধানীর মাতুয়াইলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টিও একই কর্মসূচি পালন করবে।