মানিকছড়িতে বেসরকারি ফলাফলে বিজয়ী যারা
ফলে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে ২জনসহ ৭ ওয়ার্ডে ১৬জন সাধারণ সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে নির্বাচিত যারা চেয়ারম্যান পদে মো. আবদুল মতিন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে -কসম ত্রিপুরা, ২নম্বর ওয়ার্ডে- মো. জাফর, ৩নম্বর ওয়ার্ডে – প্রিয় লাল চাকমা, ৪ নম্বর ওয়ার্ডে -কাজী আবদুল মান্নান মিঞা, ৫ নম্বর ওয়ার্ডে-মো. ইউনুছ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),৬নম্বর ওয়ার্ডে- অংশেপ্রু মারমা, ৭ নম্বর ওয়ার্ডে- মো. আবদুল মান্নান রানা, ৮নম্বর ওয়ার্ডে- মো. মহি উদ্দীন, ৯নম্বর ওয়ার্ডে – মো. জসিম উদ্দীন(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
সংরক্ষিত সদস্য পদে- মরিয়ম বিবি (ভোট) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিনা আক্তার ও জেসমিন আক্তার।