‘হিরোদের সঙ্গে রাত কাটালেই কাজের অভাব হত না’
একসময় বলিউডে হট নায়িকাদের সংজ্ঞা বদলে দিয়েছিলেন মল্লিকা শেরওয়াত। বরাবর ঠোঁটকাটা ও বিতর্কের সঙ্গী বলিউড ছাপিয়ে চলে গিয়েছিলেন হলিউডেও। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে মল্লিকা। তবে আজও সমান জনপ্রিয় তিনি।
ইমরান হাশমির সঙ্গে ‘মার্ডার’ ছবিতে অভিনয় করে রাতারাতি ভক্তদের নজর কেড়েছিলেন মল্লিকা। অভিনয় নিয়ে খুব একটা জনপ্রিয়তা না পেলেও, তার ফিগার ও মোহময়ী শরীরী চালে মাত ভক্তরা।
সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যের রানি মল্লিকা শেরওয়াত এমএমএস কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন।অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে একটি ভিডিও ক্লিপে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তিনি। তবে শীঘ্রই স্পষ্ট হয়ে গেল যে ভিডিওতে থাকা মহিলাটি আসলে মল্লিকার চেহারার মতো, নায়িকা নন।
মল্লিকা এখন বলিউড থেকে দূরে। সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। সম্প্রতি মল্লিকা বলেন, ‘আমি কম্প্রোমাইজ করিনি বলেই কাজ পাই না। বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই ছবি পাওয়া যায়। এটাই নিয়ম বলিউডের!’ তার এই কথার পরেই শুরু হয়েছে বিতর্ক।