Home সারাদেশ মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লার দাফন সম্পন্ন
জুলাai ১০, ২০২৩

মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লার দাফন সম্পন্ন

মোঃ জুয়েল শরীফ, মধুখালি উপজেলা প্রতিনিধি:-
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আজিজুর রহমান মোল্লার জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে। ১০ জুলাই সোমবার সকাল ১০ টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ আদায় করেন মাওলানা মোঃ সালাউদ্দিন মোল্লা। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে গত ৯ জুলাই রবিবার বিকাল ৪ ঘটিকায় তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু বরন করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাগেছে তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের দুরারোগ্যে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর,
মৃত্যু পূর্বে তিনি দুই স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গূনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান গভীর শোক প্রকাশ করছেন। জানাজা নামাজে উপস্থিত ছিলেন,মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন মুসা,মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন,
মোঃ আবুল কালাম আবুল, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ হায়দার আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, ফরিদপুর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী
আরিফুল রহমান দোলন,কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়ালিদ হাসান মামুন সহ হাজারো মুসল্লী ইকরাম।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *