Home বিনোদন এক গানে ৬ কোটি দাবি, তামান্নার মুখে অন্য সুর
জুলাai ১০, ২০২৩

এক গানে ৬ কোটি দাবি, তামান্নার মুখে অন্য সুর

হিন্দির পাশাপাশি তেলেগু সিনেমায় বহুদিন ধরেই কাজ করছেন তামান্না ভাটিয়া। পারিশ্রমিকও অনেকের চেয়েই বেশি।
নন্দামুরি বালকৃষ্ণ অভিনীত সিনেমা ‘এনবিকে১০৮’- এর একটি গানে পারফর্ম করার জন্য নাকি তামান্না ৫ কোটি টাকা চেয়েছিলেন। তামান্না কি সত্যিই এত টাকা চেয়েছিলেন?
তাামান্না অবশ্য বলছেন, এ তথ্য ভিত্তিহীন। টুইটারে তিনি লিখেছেন- অনিল রবিপুড়ু স্যারের সঙ্গে কাজ করতে সব সময় ভালোবাসি। তিনি এবং নন্দামুরি বালাকৃষ্ণ স্যার, দু’জনের প্রতিই আমার গভীর শ্রদ্ধা আছে। তাই আমাকে নিয়ে এবং তাদের নতুন সিনেমার গানের দৃশ্যে অভিনয় করা নিয়ে এই ধরনের ভিত্তিহীন প্রতিবেদন পড়লে হতাশ লাগে।
গত কয়েক বছরে তামান্না বার বার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্কের গুজবের কারণে। তার পরের সিনেমা ‘ভোলা শঙ্কর’-এর শুটিংয়ে ব্যস্ত হবেন কয়েকদিনের মধ্যেই। সুইজারল্যান্ডে শুটিং, সেখানেই গিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *