আমাদের বিচ্ছেদ হলে কেউ বিশ্বাস করবেন না মিথিলা
কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’। আর তাতে অভিনয় করেছেন অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলা। ছবিটি নিয়ে গণমাধ্যমে নানা বিষয় তুলে ধরেন এই অভিনেত্রী।
সিনেমাটির প্রসঙ্গে রফিয়াত রাশিদ মিথিলা বলেন, এই ছবিটা আসলে ‘মায়া’ মানে আমারই গল্প, যেটা ম্যাকবেথের প্রেক্ষাপটে গল্প বলা হয়েছে। ‘মায়া’র দৃষ্টিকোণ থেকেই পুরোটা দেখানো হয়েছে। ছবিতে কখনো কখনো মায়াকে ‘ম্যাকবেথ’-এর সেই ডাইনিও মনে হতে পারে। ম্যাকবেথে যেমন তিন ডাইনিকে ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়, এটা এখানে ‘মায়া’ করে।
ব্যক্তিগত জীবন নিয়ে মিথিলা বলেন, ‘যেকোনো দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলোর সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবই। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে।’
অভিনয়ের পাশাপাশি ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে চাকরিটাই ফুলটাইম করি। মাঝে মধ্যে অভিনয় করি। হয়তো নিয়মিত অফিস যেতে হয় না, তবে সপ্তাহে ৫ দিন অফিস করি, তাও গুরুত্বপূর্ণ পদে। আফ্রিকার বিভিন্ন দেশে আমায় যেতে হয়। আবার ঢাকাতেও যেতে হয়, কারণ ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড কোয়ার্টার ওখানেই।’