গত ০৮/০৭/২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় মানিকছড়ি থানা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, মানিকছড়ি থানাধীন ধর্মগড় এলাকা হইতে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী দ্বারা তেলবাহী ট্যাংক লরি (খালি) ছিনতাই হয়। বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয় উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া দ্রুত অফিসার ফোর্সসহ একটি চৌকস আভিযানিক টিম প্রস্তুত করিয়া অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করিলে আভিযানিক টিম অভিযান পরিচালনাকালে জোরারগঞ্জ থানা, চট্রগ্রাম জেলার সহায়তায় জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকা হইতে অদ্য ০৯/০৭/২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় আসামী ০১। ওমর ফারুক (২৬) , ০২। সাহেদ চৌধুরী আকাশ (২০), ০৩। মোহাম্মদ সাহেদ চৌধুরী (২০) গণের হেফাজত হইতে উক্ত ট্যাংক লরি’টি আটক করিয়া উল্লেখিত আসামীসহ ট্যাংক লরি’টি মানিকছড়ি থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে বাদী এজাহার দায়ের করলে বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানিকছড়ি থানায় মামলা রুজু করা হয়। আসামীদেরকে যথা সময়ে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে বলে জানিয়েছেন মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ।