সহিংসতাকারীদের বিচার হবে সামরিক আইনে পাক সেনাবাহিনী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর যারা দেশজুড়ে সহিংসতা করেছে তাদেরকে সামরিক আইনের অধীনে বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডনের। গত মঙ্গলবার ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছিল। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজপথে নেমে আসে ইমরান খানের হাজার হাজার কর্মী ও সমর্থক। এতে নিহতও হয়েছে অনেকে।সেইসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির জানিয়েছিলেন, সহিংসতার সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।আসীম মুনির বলেন, ৯ মের কালো দিনে যারা সহিংসতা ছড়িয়েছে সবাইকে পাকড়াও করে শাস্তির আওতায় আনা হবে। পেশোয়ারে এক ভাষণে এমন বক্তব্য দেন পাক সেনাপ্রধান। এর আগে সহিংসতাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে পাকড়াও করার নির্দেশ এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে।