আশুগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নয় বছর বয়সী শিশু ভাতিজীকে ধর্ষণের অভিযোগে মো: রাসেল মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা আশুগঞ্জ থানায় অভিযোগ করলে উপজেলার আড়াইসীধা ইউনিয়নের বাঘমাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল ওই এলাকার মো: আলী মিয়ার ছেলে। আর ভুক্তভোগী শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় শিশুটি বসত বাড়ির নিচতলায় তার দাদার রুমে পড়ালেখা করছিল। এ সময় কেউ না থাকায় চাচা রাসেল তাকে ঘর ঝাড়ু দেয়ার কথা বলে নিজের রুমে নিয়ে যান। শিশুটি যখন রুম ঝাড়ু দিচ্ছিল তখন রাসেল দরজা বন্ধ করে দেন এবং শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার মা ও অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে সবার সামনে নির্যাতনের ঘটনার বর্ণনা দেয় শিশুটি।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহাম্মেদ বলেন, শিশুটির মা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজ্জু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।