Home সারাদেশ কাদিরদী গ্রাজুয়েট ফোরামের (কেজিএফ)ঈদ পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা
জুন ২৩, ২০২৩

কাদিরদী গ্রাজুয়েট ফোরামের (কেজিএফ)ঈদ পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা

ফরিদপুর প্রতিনিধি: কাদিরদী গ্রাজুয়েট ফোরামের (কেজিএফ)ঈদ পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা কাদিরদী ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তন অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন কেজিএফের সভাপতি জনাব মোঃ ফরিদ হোসেন,উপস্থাপনা করেন কেজিএফের সাধারন সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সভায় উপস্থিত ছিলেন জনার মোঃ ইশারত আলী(প্রভাষক কাদিরদী ডিগ্রী কলেজ),জনাব রাইসুল ইসলাম মুরাদ(বিশিষ্ট প্রকৌশলী),জনাব মোঃ সেলিম রেজা(সহকারী শিক্ষক কাদিরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়) ,জনাব মোঃ নুরুল ইসলাম, ওয়াহিদুজাম্মান, ইকরামুল হক, মশিউল আলম প্রমুখ৷ সভার শেষে কলেজ ক্যাম্পাসে কেজিএফের পক্ষ থেকে ফলজ ও বনজ বক্ষ রোপন করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *