Home সারাদেশ রাজবাড়ীতে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে মামার মৃত্যু। ২দিন পর লাশ উদ্ধার।
জুন ২২, ২০২৩

রাজবাড়ীতে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে মামার মৃত্যু। ২দিন পর লাশ উদ্ধার।

­

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মামার মৃত্যু-দুই দিন পর লাশ উদ্ধার।

নিহত রবিন (১৪) দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র। সে কিয়াম উদ্দিন মোল্লা পাড়া গ্রামের মোঃ রফিক মোল্লার ছোট ছেলে।

বুধবার (২১শে জুন) সন্ধায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে বাড়ীর পাশ্বের পদ্মা নদীতে গোসল করার সময় ভাগ্নেকে পানিতে ডুবে যাওয়া দেখতে পেয়ে মামা রবিন তাকে উদ্ধার করে।

কিন্তু নদীর পানিতে প্রচন্ড স্রোত থাকায় মামা রবিন আর পানি থেকে উঠে আসতে পারেনি। পরে স্থানীয় লোকজন খুজাখুজি করে না পেলে,ফায়ার সার্ভিসকে খবর দেয় । ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪৮ ঘন্টার চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে আজ ২১ জুন তার লাশ নদীতে ভেসে উঠে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *