Home কৃষি ও প্রকৃতি রামগড়ে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
জুন ১৬, ২০২৩

রামগড়ে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

তাজু কান্তিদে, রামগড় উপজেলা প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে কৃষি অফিসের উদ্যোগে ২০২২-২৩অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচি র আওতায় খরিফ২/২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উফশী জাত আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩শ”জন কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

১৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টার সময় রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ও কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাশেদ চৌধুরী, উদ্ভিদ সংক্ষণ কর্মকর্তা সানাউল হক, ডিপ্লোমা কৃষিবিদ মোস্তফা, এমদাদুল হক মিঠু প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মমতা আফরিন বলেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, এসময় তিনি উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

উল্লেখিত উপকরণ হচ্ছে ৯৫৩৮৭ জাতের ব্রিধান ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি” এমওপি সার ১০ কেজি, মোট কৃষক ৩০০জন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *