হঠাৎ বৃষ্টি দিয়ে বর্ষাবরণ
ক্যালেন্ডারের হিসাবে আজই বর্ষা ঋতু শুরু হলো। আর এ বর্ষাকে বরণ করে নিতে চ্যানেল আই আয়োজন করছে বিশেষ অনুষ্ঠানের। থাকবে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত প্রথম সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। দিনটির সকাল শুরু হচ্ছে অণিমা রায়ের কণ্ঠে বর্ষার গান দিয়ে। দুপুরে রয়েছে অরুণ চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে বৃষ্টি’।
দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে ফেরদৌস অভিনীত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসু চ্যাটার্জি পরিচালিত এ সিনেমার নায়িকা কলকাতার প্রিয়াঙ্কা। সন্ধ্যায় রয়েছে বিশেষ অনুষ্ঠান নাটকে বৃষ্টি।