Home অপরাধ স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক
জুন ১৫, ২০২৩

স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

রাজশাহীর বাঘায় স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মতিউর রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ঝিনা রেলগেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

জানা যায়, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন। তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে। কিছু দিন আগে স্বামীর ওপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চলে যান। তাকে নানাভাবে বুঝিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মতিউর।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়িসংলগ্ন রেললাইনের ওপরে যান তিনি। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

মতিউর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার তুজাম উদ্দিন জানান। তিনি ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই ও দায়িত্বপ্রাপ্ত ওসি হারুনুজ্জামান রুমেল বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *