Home সারাদেশ জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে ১ম স্থান অর্জনকারী দিপু ত্রিপুরাকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে ১ম স্থান অর্জনকারী দিপু ত্রিপুরাকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা
তাজু কান্তি দে, রামগড় উপজেলা প্রতিনিধি ,
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এ ভারসাম্য দৌঁড় বিষয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করায় দিপু ত্রিপুরাকে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষে সম্মাননা দেয়া হয়েছে।
সম্মাননা স্মারক প্রদান করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৪ জুন) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও পড়ালেখার খরচের জন্য নগদ পনের হাজার টাকাসহ একটি ফুটবল প্রদান করা হয়।
জানা গেছে, পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার দূর্গম এলাকার হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র দিপু ত্রিপুরা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এ ভারসাম্য দৌঁড় বিষয়ে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে। তার এই অর্জন পার্বত্য জেলা খাগড়াছড়ি সহ রামগড় উপজেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করায় রামগড় উপজেলা প্রশাসন তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।