Home বানিজ্য নারায়নগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি-প্রস্তর স্থাপন
জুন ১৪, ২০২৩

নারায়নগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি-প্রস্তর স্থাপন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে অসহায় ও চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সম্প্রতি নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল এর ভিত্তি-প্রস্তর স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এই মহতি উদ্যোগে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক লোক।

 

 

–সংবাদ বিজ্ঞপ্তি

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *