Home খেলা ছক্কার চেষ্টায় অক্কা শান্ত
জুন ১৪, ২০২৩

ছক্কার চেষ্টায় অক্কা শান্ত

ছক্কায় ১৫০ পূর্ণ করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত; কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছিলেন শান্ত।  আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজার করা অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে ফিল্ডিং করা নাসির জামালের হাতে ধরা পড়েন শান্ত।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১৪৬ রান করেছেন শান্ত। তার ইনিংসটি ১৭৫ বলে ২৩টি চার আর ২টি ছক্কায় সাজানো।

শান্ত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। তিনি ফেরেন ১৫ বল খেলে মাত্র ৯ রানে। তার বিদায়ে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার জাকির হাসান।

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২১২ রানের জুটি গড়েন অন্য ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ২১৮ রানে ফেরেন জয়। তার আগে ১৩৭ বলে ৯টি চারের সাহায্যে খেলেন ৭৬ রানের ইনিংস।

জয় আউট হওয়ার পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে মাত্র ১৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *