Home খেলা ফরাসি ওপেনে ফের চ্যাম্পিয়ন শিয়াওতেক
জুন ১২, ২০২৩

ফরাসি ওপেনে ফের চ্যাম্পিয়ন শিয়াওতেক

ফরাসি ওপেনে ফের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক। শনিবার রোঁলা গাঁরোতে আসরের নারী এককের জমজমাট ফাইনালে ২-১ সেটে জিতেছেন তিনি।  ইউক্রেনের ২২ বছর বয়সী তারকা চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ মুচোভাকে হারিয়েছেন ৬-২, ৫-৭ ও ৬-৪ গেমে।

ফরাসি ওপেনে এটি শিয়াওতেকের টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা। এখন পর্যন্ত মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শিয়াওতেক একবার জিতেছেন ইউএস ওপেন।

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ঠ থাকতে হয় মুচোভাকে।

ফাইনালে হারের পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মুচোভা বলেন, ‘এটা অবিশ্বাস্য। সবাইকে ধন্যবাদ।… আমার ও আমার দলের জন্য প্যারিসের এই শেষ তিন সপ্তাহ সত্যিই আশ্চর্যজনক ছিল। (শিরোপার) খুবই কাছাকাছি ছিলাম কিন্তু (সেটা) কত দূরেই থেকে গেল। যখন আপনি সেরাদের একজনের বিপক্ষে খেলেন, তখন এমনটা ঘটে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *