ঠোঁটে মরিচ ঘষে বিতর্কের মুখে ফ্যাশন ইনফ্লুয়েন্সার
পুরু ঠোঁটের ট্রেন্ড চলছে ফ্যাশন জগতে। কসমেটিক সার্জারি ছাড়াও নানান টিপস বা হ্যাক ব্যবহার করে সাময়িক ঠোঁট পুরু করছেন অনেকে। এরই মধ্যে মরিচ ঘষে ঠোঁট মোটা করার প্রক্রিয়া দেখিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন এক ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েনসার।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ঠোঁট প্লাম্পার হিসেবে ব্যাবহার করা হচ্ছে কাঁচা মরিচ।
ভিডিওতে দেখা যায়, সেই নারী ফ্যাশন ইনফ্লুয়েনসার হাতে একটি কাঁচা মরিচ নেন।
তারপর সেটি নিজের ঠোঁটে ঘষেন। এরপর তৎক্ষণাৎ ঠোঁটে তার প্রভাব পড়তে শুরু করে, ঠোঁট ফুলে যায়। এ সময় তিনি দাবি করেন, কাঁচা মরিচ লাগালে তাৎক্ষণিকভাবে ঠোঁট আকর্ষণীয় দেখায়।
বলা বাহুল্য, সেই ভিডিওটি কয়েকদিনে ২১ মিলিয়নেরও বেশি সময় দেখা হয়েছে।
তবে ঠোঁট মোটাকরণের এই পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
নেটিজেনরা সরাসরি এটিকে বিপজ্জনক বলে মনে করছেন। যদিও কয়েকজন আবার এটিকে হাস্যকর হিসাবে দেখেছেন। কিন্তু বিশেষজ্ঞ এবং ব্যবহারকারীরা এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও বলেছেন। চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।
যা ঠোঁটে লাগালে জ্বালা, ফোলা ও অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। ভাইরাল হওয়ার দৌড়ে, সেই ইনফ্লুয়েনসার যে ঝুঁকিপূর্ণ পদ্ধতির প্রচার করছেন, এমনও দাবি করেন নেটিজেনরা।