Home জাতীয় জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে : নৌপরিবহণ উপদেষ্টা
10 jam ago

জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে : নৌপরিবহণ উপদেষ্টা

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬টি নতুন জাহাজ কিনবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এসব জাহাজে নিয়োগে দেশের মেরিনারদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫৮তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের সময় নৌ উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন জানান, মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ চলছে। এবার বাংলাদেশ মেরিন একাডেমিতে ৩০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক।

জানা গেছে, ৫৮তম ব্যাচে নটিক্যাল শাখায় ১১৮ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ১২০ জন ক্যাডেটসহ মোট ২৩৮ জন ক্যাডেট মেরিন একাডেমিতে ২ বছর একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে।

এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখায় ইবনে ফয়সাল তানভীর মজুমদার ও প্রকৌশল শাখায় ইফফাদ হাসান অনিককে নৌপরিবহণ মন্ত্রণালয়ের রৌপ্য পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে ৫৮তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মিনহাজ সাদমানকে মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *