৩০টি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ও ৪২ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রাশিয়ার বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে কমপক্ষে ৩০টি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪২টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৫ ডিসেম্বরের একটি হামলার উল্লেখ করে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে ৪টি লঞ্চার, একটি যুদ্ধ নিয়ন্ত্রণ যান এবং একটি AN/MPQ-65 রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৬ মে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আঘাতে কিয়েভে পাঁচটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি মাল্টিফাংশনাল রাডার স্টেশন একসঙ্গে ধ্বংস হয়ে যায়। যা ছিল রুশ বাহিনীর সবচেয়ে সফল হামলা।
এছাড়াও গত ১৭ আগস্ট ৪টি প্যাট্রিয়ট সিস্টেম এবং দুটি রাডার স্টেশন ধ্বংস করে রাশিয়ার বাহিনী।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি অঞ্চলে মোট ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্ট অনুযায়ী, ওরিয়োল অঞ্চলে ২০টি ড্রোন, রোস্টভ এবং ব্রায়ানস্ক অঞ্চলে ৮টি করে মোট ১৬টি, কুরস্ক অঞ্চলে ৫টি এবং ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ওরিয়োল অঞ্চলের স্টালনয় কোণ গ্রামে এক হামলার ফলে একটি জ্বালানি অবকাঠামোতে আগুন ধরে যায়।
ওরিয়োলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন পুরোপুরি নিভে গেছে। কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি।
এছাড়া রোস্টভ এবং ব্রায়ানস্ক অঞ্চলের প্রধানরা জানিয়েছেন, সাম্প্রতিক ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য যাচাই করতে পারেনি।
সূত্র: ইরনা ও রয়টার্স