Home সারাদেশ নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত।
6 hari ago

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতেযথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে বন্দুকের তপোধ্বোনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়।সকাল ৮:৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,নলছিটি থানা পুলিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠনগুলো।
এরপর সকাল ১০:০০ টায় নলছিটি চায়না মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম,এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী ফারহানা খান মিথিলা,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন,নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভার)ইঞ্জিনিয়ার আবুল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।এসময় তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ঘুরে দেখেন।
সকাল ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।
এছাড়াও এদিন বিকেলে হাডুডু খেলা,প্রীতি ফুটবল ম্যাচ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বিজয় মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।এতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন স্থানীয়রা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *