Home খেলা ম্যাচ ফি বাড়াতে বাফুফেকে ২৭ রেফারির চিঠি
নভেম্বর ২৪, ২০২৪

ম্যাচ ফি বাড়াতে বাফুফেকে ২৭ রেফারির চিঠি

নিজেদের সম্মানী বাড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছেন ২৭ জন রেফারি। চিঠিতে তারা সম্মানী ও আনুষঙ্গিক ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

প্রিমিয়ার লিগে এক ম্যাচে রেফারি চার হাজার, দুই সহকারী রেফারি ৩৮০০ টাকা ও চতুর্থ রেফারি ৩৫০০ টাকা সম্মানী পেয়ে থাকেন।

সভাপতি তাবিথ আউয়ালকে দেওয়া চিঠিতে সম্মানী দুই হাজার টাকা করে বাড়ানোর আর্জি জানিয়েছেন বাফুফের প্যানেলভুক্ত ২৭ জন রেফারি।

ম্যাচ ফি ছাড়াও রেফারিদের ম্যাচ পরিচালনার সময় দৈনিক ভাতা দেওয়া হয়। সেই ভাতা ১৮০০ টাকা থেকে তিন হাজারে উন্নীত করার দাবি করেছেন রেফারিরা।

গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপের ম্যাচগুলো ঢাকার বাইরে বেশি অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুভেদে রেফারিরা যাতায়াত ভাড়া বাবদ ১-২ হাজার টাকা পেয়ে থাকেন। এ খাতে ভেন্যুভেদে আরও ৫০০ টাকা বাড়ানোর দাবি করেছেন তারা।

১৮ নভেম্বর রেফারিরা সভাপতিকে চিঠি দিলেও শনিবার পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *