Home বিনোদন মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিবের
নভেম্বর ২০, ২০২৪

মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিবের

টিভি উপস্থাপক হিসেবে বেশ পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও ছোটপর্দায় অভিনয় করেন তিনি। তবে বড়পর্দায় এখনো কাজ করার সুযোগ হয়নি এ উপস্থাপিকার। তবে নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন মৌসুমী মৌ।

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন। আরও একবার নায়কের কাছ থেকে বড়পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকার অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। যে অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। সেখানেই ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

তিনি বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত। শাকিব বলেন, আমি মৌকে বলব— তুমি সিনেমাতে এসো, অনেক ভালো করবা।

অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন, শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।

উল্লেখ্য,  প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোটপর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *