Home খেলা স্যামসন-তিলকের তাণ্ডবে রেকর্ড বইয়ে তোলপাড়
নভেম্বর ১৬, ২০২৪

স্যামসন-তিলকের তাণ্ডবে রেকর্ড বইয়ে তোলপাড়

জোহানসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন ভারতের দুই ব্যাটার স্যাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। দু’জনেই পেয়েছেন অপরাজিত সেঞ্চুরির দেখা। গড়েছেন দ্বিতীয় উইকেটে রেকর্ড ২১০ রানের জুটি। এমন দিনে ১৩৫ রানে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের তাণ্ডব চালানোর দিনে রেকর্ড বইয়েও তোলপাড় হয়েছে। বেশ কিছু রেকর্ড হয়েছে এ ম্যাচে। ব্যাট হাতে স্কোরবোর্ডে ১ উইকেটে ২৮৩ রান তুলেছে ভারত। যা বিদেশের মাটিতে টি-টোয়েন্টিতে দলটির দলীয় সর্বোচ্চ স্কোর।

২+২

এছাড়াও সবশেষ ৫ টি-টোয়েন্টি ম্যাচে তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন স্যামসন। অন্যদিকে এই সিরিজে টানা দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন স্যামসন ও তিলক ভার্মা। টি-টোয়েন্টিতে যা ব্যাটারদের জন্য বিরল রেকর্ড। এর আগে এমন কীর্তি আছে কেবল রাইলি রোশো ও ফিল সল্টের।

স্যামসন-তিলকের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে সিরিজ জিতল ভারত

২১০

এদিন ব্যাট হাতে ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, একই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল। যেখানে স্যামসনের সংগ্রহ ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে ১০৯। অন্যদিকে তিলকের সংগ্রহ ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে ১২০ রান। পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন দুজন। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ।

এছাড়া এই সিরিজে ৪টি সেঞ্চুরি হয়েছে। যা টি-টোয়েন্টিতে এক সিরিজে সর্বোচ্চ।

২০০+

এ ম্যাচে ভারতের সংগ্রহ ছিল ২৮৩। যার সুবাদে এক বর্ষপঞ্জিকায় নবমবারের মতো টি-টোয়েন্টিতে দুশোর বেশি রান করেছে ভারত। যেই রেকর্ড নেই আর কারো।

এছাড়া এক ইনিংসে একই দলের দুই ব্যাটারের সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও এবারই প্রথম।

৯২.৩০

ম্যাচ জয়ের হিসেবেও রেকর্ড গড়েছে ভারত। এ বছর ২৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ২২টিতেই জিতেছে। শতকরা জয় ৯২.৩০%, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ১০ ম্যাচ খেলার নিরিখে সর্বোচ্চ।

১২

বল হাতেও কীর্তি দেখা গেছে এ সিরিজে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই সিরিজে ১২ উইকেট নিয়েছেন। যা চার বা এর চেয়ে কম ম্যাচের দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে যেকোনো বোলারের সর্বোচ্চ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *