Home বিনোদন ‘ক্যাটরিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই খুশি’
নভেম্বর ১০, ২০২৪

‘ক্যাটরিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই খুশি’

ভারতীয় হিন্দি ছবির অভিনেতা ভিকি কৌশল জানিয়েছেন, ক্যাটরিনা কাইফকে আমার জীবনসঙ্গী হিসেবে পাওয়ায় আমি সত্যিই দারুণ অনুভব করছি।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের দাম্পত্য জীবনের তিন বছর হলো। তিন বছরের এই সংসার জীবনে স্ত্রীকে নিয়ে মহাখুশি ভিকি কৌশল।

অভিনেতা স্ত্রীর ভূয়সী প্রশংসা করে ইন্টারনেটে পোস্ট করে ঝড় তুলছেন।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ভিকি কৌশল বলেন, দুইজন মানুষ একসঙ্গে দীর্ঘদিন থাকলে উভয়ের মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধাবোধ জন্মায়। এটাই অনেক মূল্যবান বিষয়।

তিনি আরও বলেন, অন্য ব্যক্তির ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে চলার নামই ভালোবাসা। ক্যাটরিনা এমন একজন মানুষ, যিনি আমার রিয়েলিটি চেক। তিনি সবসময় আমাকে বলেন, ‘এটা আরও ভালো হতে পারে, ওটা আরও ভালো হতে পারে। এমন একজনকে পেয়ে ভালো লাগছে, যিনি কেবল আপনার সঙ্গে সৎ। তিনি সত্যিই তার দৃঢ়তা, প্রতিভা এবং অভিনয়ের মাধ্যমে নিজের পথ তৈরি করেছেন। তাই তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

ক্যাটরিনাকে প্রসঙ্গে ভিকি আরও বলেছেন, ‘আমি সবসময় তাকে সম্মান করব, কারণ সে শুধু সুপারস্টার নয়, তার একজন সুপারস্টারের হৃদয়ও রয়েছে। এটারই প্রেমে পড়েছি আমি। আমি অনুভব করি যে, আমি এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছি যিনি আমার খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান করেছেন।

ভিকির করা এসব মন্তব্য আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একজন লিখেছেন, ‘একজন সুপারস্টার এত নমনীয় হতে পারে ভাবা যায় না।’ আরেকজন লেখেন, ‘নিজের বউকে এত বড় দরজা দেওয়া কোনো মুখের কথা নয়’। তৃতীয়জন লিখলেন, ‘ভিকি তুমি খুব ভালো মানুষ। আর এর কৃতিত্ব শুধু তোমাকে দিলে হবে না, তোমার মা-বাবারও প্রাপ্য।’

ভিকিকে আগামীতে লক্ষ্মণ উতেকারের মহাকাব্যিক অ্যাকশন-ড্রামা ছাওয়াতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, প্রদীপ রাওয়াত প্রমুখ। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *