নলছিটিতে অবৈধভাবে নদীর তীরের চরের মাটি কাটায় অভিযান,মাটি কাটা যন্ত্র জব্দ।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠীর সুগন্ধা নদীর তীরবর্তী চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।
০১ নভেম্বর শুক্রবার এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ নদী তীরের জমি কেটে স্থানীয় হাওলাদার ব্রিকস নামের একটি ইটভাটায় নেয়ার কারনে তীববর্তী এলাকায় ফের তীব্র ভাঙন শুরু হয়।যারফলে স্থানীয়দের বাড়িঘর ফসলি জমি নতুন করে নদী গর্ভে বিলীন হতে শুরু করেছে।এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে নদীখেকো চক্রের বিরুদ্ধে অবস্থান নেন।তারা মিলে মাটি কাটার স্কেভেটর মেশিন আটকে প্রশাসনকে খবর দিলে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুস সালাম পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন।
অভিযানের আগেই টের পেয়ে স্কেভেটর চালক সহ বাকিরা পালিয়ে যায়।পরবর্তীতে উপজেলা প্রশাসন মাটি সহ স্কেভেটর মেশিন এবং পন্টুন জব্দ করেন।এবং এ বিষয়ে নিয়মিত প্রক্রিয়ায় মামলা করার প্রস্তুতি চলছে বলে নলছিটি থানা পুলিশ সূত্রে জানা গেছে।অবৈধভাবে নদীর চরের মাটি কাটা কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।