Home ধর্মীয় সংবাদ আমিরাতে ২০২৫ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা
Oktober ২৯, ২০২৪

আমিরাতে ২০২৫ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে বলে জানিয়েছে দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসিটি।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসিটি  জানায়, এর আগে আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা যাবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, আর মাত্র চার মাস বাকি আছে। এসময় দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসিটি রমজান শুরুর সময় নিয়ে পূর্বাভাস দিয়েছে।

সোসিটির পক্ষ থেকে বলা হয়েছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজার শুরুর তারিখ। এই মাসের চাঁদ আগামী ৩ নভেম্বর দেখা যেতে পারে।

এখন চাঁদ দেখার পরেই নিশ্চিত করা যাবে, রোজা কবে শুরু হবে। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হবে, তবে সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

সূত্র: গালফ নিউজ

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *