পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৭ অক্টোবর) রিজওয়ানকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
গত ২ অক্টোবর এই দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। এরপরই পরবর্তী অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় আসে।
অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ। এরপর অজিদের বিপক্ষেও ওয়ানডে সিরিজেও রিজওয়ানের নেতৃত্বে খেলবে পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রিজওয়ান অধিনায়কত্ব করবেন। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রিজওয়ান না থাকায় সেখানে অধিনায়ক হিসেবে তার জায়গা নেবেন সালমান আলী আগা। তাকে সাদা বলের ক্রিকেটে রিজওয়ানের ডেপুটি করা হয়েছে।